Ekla Pothik

Kothao Amar Hariye Jaoar Nei Mana

My Photo
Name:
Location: Pune, Maharastra, India

Shining in a sunny day

Thursday, February 23, 2012

সুখস্বপ্ন

সকালবেলা উঠেই হাতে গরম চা-এর কাপ
খবরের কাগজে খেলার পাতায় দিলাম আমি ঝাঁপ
পূব জানালায় সুয্যিমামা দিচ্ছে এখন ডিউটি
শীত বাবাজিও নাছোড়বান্দা, ধরেই আছে টুঁটি
ঘন্টাখানেক লেপের তলায় অলস সময় কাটিয়ে
বাবাকে বললাম "গুড মর্নিং", বিশেষ না ঘাঁটিয়ে
ভাবলাম আমি এইবুঝিবা ফাটল আগ্নেয়গিরি
বলবে বাবা “বাজলো কটা? নিয়মের কি ছিরি!!”
কিন্তু আমি ভাবছি বৃথা, এইরকম তো হোলনা
মিষ্টি হেসে বলল বাবা, এত আলসেমি ভালো না
তোর জন্য বাজার থেকে দেখ আমি কি এনেছি
গলদা চিংড়ি, চুনোপুঁটি আর বড় ইলিশও পেয়েছি
দুপুর বেলায় জমিয়ে হবে চিংড়ি মালাইকারি
সর্ষে ইলিশ পড়লে পাতেই, শেষ যে ভাতের হাঁড়ি
ইলিশ মাছের তেল দিয়ে দেখ হচ্ছে যে পুঁইশাক
শেষ পাতেতে তেঁতুল দিয়ে চুনো মাছের টক
ছুট্টে গেলাম রান্নাঘরে, মা করছে কি তা দেখতে
দু-একটা ডিশ ফিনিশ হলেই, স্যাম্পেল পাব চাখতে
কিন্তু ওমা কান্ড অবাক, গন্ধ কিসের পাই!!!!
ডালডা ঘিযে এ ফুলকো লুচি, সঙ্গে আর কি চাই??
একটা থালা বাগিয়ে আমি, খান পনেরো লুচি
আলুচচ্চরি, বেগুনভাজা, সঙ্গে পেঁয়াজকুচি
জামার হাতা গুটিয়ে আমি যেই না প্লেটটা ধরলাম
বিশ্রী একটা পোড়া গন্ধে, ছিটকে দুরে পড়লাম
অবাক হওয়া কাটিয়ে উঠে যেই না চোখ মেলেছি
বুঝলাম আমি স্বপ্ন ছেড়ে বাস্তবে এসে পড়েছি
ছিলাম স্বপ্নে বিভোর হয়ে, ডিম সেদ্ধ হওয়ার ফাঁকে
ডিমের ঝোল পুড়ে একাকার, তার গন্ধ এসেছিল নাকে
আরেকটুখানি সময় পেলে স্বপ্ন হতো পুরো
কতদিন বাদে লুচি খেতাম, খেতাম মাছের মুড়ো
মনটা খুব খারাপ হলো, সব কিছুই ভেবে
বিদেশে আর কে আমায় লুচি করে দেবে
ইলিশ মাছ বা চিংড়ি মাছের স্বপ্ন শুধুই আসবে
সকালবেলা চায়ের নেশা, কল্পনাতেই ভাসবে
বামন হয়ে ভুল করে আমি চাঁদ ধরে ফেলি পাছে
আমার জন্য হাত পোড়ানো রান্নাই লেখা আছে